বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসদের সাইবার আক্রমনের মুখে মায়ানমারের হ্যাকারদের গ্রুপ ত্যাগ লক্ষ্য করা গেছে। গতকাল বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স আনুষ্ঠানিকভাবে সাইবার যুদ্ধের ঘোষনা দিয়েছিল। রাতে মায়ানমারের টপ লেভেলে কিছু সাইট ডিডস এ্যাটাকের মাধ্যমে ডাউন করে দেয়া হয় এবং ওদের সাইবার স্পেকে এখনো আক্রমন চালানো হচ্ছে। বাংলাদেশের দামাল ছেলেরা আবার এক সাথে সাইবার স্পেসের জন্য কাজ করছে। আমাদের সাইবার যুদ্ধের ঘোষনা দেয়ার সাথে সাথে বিভিন্ন হ্যাকারস গ্রুপ আমাদের সাথে একাত্বতা প্রকাশ করে।
যার মধ্যে উল্লেখযোগ্যঃ
যার মধ্যে উল্লেখযোগ্যঃ
১: বাংলাদেশ ব্লাক হাট হ্যাকারস BANGLADESH BLACK HAT HACKERS
২: এনোনিম্যাস বাংলাদেশ Anonymous Bangladesh
৩: এনোনিম্যাস সাইপ্রাস Anonymous Cyprus
৪: টিম ম্যাটরিক্স ক্রো Team MatriX Cr3w
৫: PoisAnon(#OP Robin-Hood) DDOS SQUAD
আমাদের সাইবার যুদ্ধের ঘোষনা দেয়ার আগে মায়ানমারের হ্যাকাররা বিভিন্ন বাংলাদেশী সাইট হ্যাক করে যার মধ্যে
http://bdnews24.com/
http://www.bcsadminacademy.gov.bd/
অন্যতম। সাইবার যুদ্ধের ঘোষনা দেয়ার পরে মায়ানমারে আক্রমন শুরু হয় এর ফলে তাতের বেশ কিছু সরকারী সাইট ডাউন হয়ে যায়। এবং এসময় থেকে মায়ানমারের হ্যাকাররা বাংলাদেশের আর কোন সাইট এখন পর্যন্ত হ্যাক করেনি এমনকি ডিডস এ্যাটাক করে নি।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার এর এডমিদের সাথে মায়ানমারের একজন হ্যাকারের মাথে চ্যাট হয় এবং নিচে তা দেয়া হল :
অতর্কিত এ আক্রমনে মায়ানমারের হ্যাকাররা আতংকিত হয়ে যায় এবং আক্রমনের তিন ঘন্টার মাঝে তারা তাদের হ্যাকিং গ্রুপ বন্ধ করে দেয় তাদের গ্রুপের লিংক নিচে দেয়া হল।
আমাদের এডমিন কোর টিউনার ডিডস এর একটি শক্তিশালী টুলস বানিয়েছেন যা একসাথে ১০টি পিসি থেকে সমান আক্রমন একাই করতে পারে এ টুলসটি এখন পরিক্ষামূলক ভাবে মায়ানমারের ওপর ব্যবহার করা হয় এবং এটি সফলভাবে পরিক্ষা সম্পূর্ণ হয়েছে। একটি সাইট ডিডস করে ডাউন করতে যেখানে বেশ সময় লাগে সেখানে আমরা মাত্র ৩০ মিনিটে gov সাইট ডাউন করতে পেরেছি।
আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) আমাদের দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও বর্হিবিশ্ব থেকে আক্রমন হতে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমার কিছু দিন আগে মায়ানমারের হ্যাক করা বেশ কিছু সাইট রিকভার করেছি। এখন সময় এসছে জবাব দেয়ার। এবং আমরা দিচ্ছি।
উল্লেখ্য: ইতিমধ্যে বাংলাদেশ সাইবার আর্মি মায়ানমারের বিরোদ্ধে আক্রমনে নেমেছে।
সকলে চোখ রাখুন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এর ফ্যান পেইজে
আমাদের সাথেই থাকুন।
▬▬▬▬▬▬আমরা Bangladesh Grey Hat Hackers (BGHH) সর্বদা দেশের জন্য নিবেদিত▬▬▬▬▬▬
No comments:
Post a Comment